২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রেনে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির বিচারের দাবি

-

সিলেটের কুলাউড়া স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একজন টিটির হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইমরান হোসেন ও বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হেনস্তা ও সমন্বয়ক ট্যাগ দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিচতলায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে হেনস্তাকারী টিটিই মোশাররফ আলিকে চাকরি থেকে অব্যাহতি ও যথাযথ বিচারের দাবি তোলেন তারা।
১৬ নভেম্বর সিলেটের কুলাউড়া স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেসের টিটিই মোশাররফ আলী কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইমরান হোসেনসহ ১৬ জন শিক্ষার্থীকে হয়রানি করে। এ ঘটনা কয়েকটি গণমাধ্যম ভিত্তিহীন ও মানহানিকরভাবে উপস্থাপন করে, যা ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থী মোসাহিদ আনসারি বলেন, আমরা কখনোই নিজেদের সমন্বয়ক দাবি করিনি, বরং আমরা নিজেদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার শিক্ষক পরিচয় দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement