১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাটমোহরে ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক

সেতুর ধসে পড়া সংযোগ সড়ক : নয়া দিগন্ত -

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদীর ওপর এলজিইডির তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। উদ্বোধনের এক বছরের মধ্যেই ওই সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে। কয়েক মাস ধরে সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সরজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ২০২ টাকা ব্যয়ে নির্মাণ করে। সেতুটি গত বছরের ২৭ ফেব্রুয়ারি পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন উদ্বোধন করেন।

এ বিষয়ে হরিপুর ইউনিয়নের সাবেক সদস্য বাবলুর রহমান বাবলু বলেন, সেতুর সাথে সংযোগ সড়কের প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেন ও ঠিকাদার লাখ লাখ টাকা লুটপাট করে খেয়েছে। আওয়ামী দুঃশাসনের কর্মকাণ্ড এটা। তা না হলে এমন অবস্থার সৃষ্টি হতো না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আলগা বালি-মাটির উপর ইট বিছিয়ে দায়সারাভাবে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছে। বৃষ্টির পানিতে এরই মধ্যে অনেক স্থানে ধসে গেছে। ভারী যানবাহন চলাচল করতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃপক্ষ কাজের মান পরীক্ষা করলেই অর্থ লুটের বিষয়টি বেরিয়ে আসবে। সেই সাথে তারা দ্রুত সড়কটি মেরামতের আবেদন জানান।
চাটমোহর উপজেলা প্রকৌশলী মো: সুলতান মাহমুদ বলেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক ধসে গেছে। আমরা বিয়টি অবগত হয়েছি। এক সপ্তাহের মধ্যেই সংযোগ সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে।

 


আরো সংবাদ



premium cement
অকৃষি লিজকৃত ভূমির নামজারি ও খাজনা নেয়ার দাবি খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চাদা কালেক্টর গ্রেফতার বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আরো ৩ এসআই বরখাস্ত আমাকে দেশনায়ক-রাষ্ট্রনায়ক বলবেন না : তারেক রহমান সিলেটে ঝটিকা মিছিল : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা আটক বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার পণ্য আটক উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন খলিলুর রহমান টাঙ্গাইলে হত্যা মামলার ২ জনের যাবজ্জীবন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমির খসরু

সকল