১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ভাঙন আতঙ্কে কয়েক গ্রামের মানুষ

দেওয়ানগঞ্জে ৪টি গুচ্ছগ্রাম নদীতে বিলীন

-


জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে। উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন থেকে শুরু করে উত্তরে উজানে চিকাজানী, বাহাদুরাবাদ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নদীভাঙন অব্যাহত রয়েছে। চিকাজানী ইউনিয়নের বওলাতলী, খানপাড়া, বরখাল এবং খোলাবাড়ী এলাকায় ভাঙন বেশি। চিকাজানী ইউনিয়নের বওলাতলী, খানপাড়া, মণ্ডলবাজার, হাজারীপাড়া, চর বাহাদুরাবাদ, ডাকের চর, খোলাবাড়ীসহ অন্তত আট গ্রামে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নদীভাঙন চলছে। প্রতি বছর বর্ষাকাল এবং পানি কমতে শুরু করলে নদ-নদীতে ভাঙন দেখা দেয়; কিন্তু বর্তমান সময়ে নদীতে সাধারণত ভাঙন দেখা যায় না। এবার এ সময়ে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হওয়ায় এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি নদীপাড় ও নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

গত ১৬ নভেম্বর সরেজমিন গিয়ে খানপাড়া, বওলাতলী, মণ্ডল বাজার, বরখাল এলাকার বাসিন্দা আতাউর রহমান সামি, ইউপি সদস্য খুশি আক্তারসহ অনেকের সাথে কথা হলে তারা জানান, একসময় এখান থেকে যমুনা নদীর দূরত্ব ছিল ১৫-২০ কিলোমিটার দূরে। এখন আমাদের গ্রামের অধিকাংশ এলাকা বিলীন হয়েছে। ইতঃপূর্বে এ এলাকার চারটি গুচ্ছগ্রাম নদীতে ভেঙে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মাজহারুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে নদীভাঙনের কথা ও চারটি গুচ্ছগ্রাম ভেঙে যাওয়ার কথা সবাই জানে। সরকার এ ব্যাপারে কাজও করে যাচ্ছে।

এলাকাবাসী ক্ষোভ ও দুঃখের সাথে জানান, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছর শুধু উন্নয়নের কথা শুনেছি। অথচ যমুনার ভাঙনে হাজার হাজার পরিবার ভিটামাটি হারিয়েছে, অসংখ্য মানুষ হয়েছে ভূমিহীন। নদী ভাঙতে ভাঙতে উপজেলা সদর, রেলস্টেশন, জিল বাংলা চিনিকল, উপজেলা পরিষদসহ পুরো সদর এলাকার নিকটবর্তী হওয়ায় চরম হুমকির মুখে এসব প্রতিষ্ঠান। গত সরকার নদীভাঙন প্রতিরোধে নামকাওয়াস্তে কাজ করলেও স্থানীয় দলীয় নেতাকর্মীরা সেখানে ভাগ বসিয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী, জনপ্রতিনিধি, প্রশাসনসহ অনেক জায়গায় আবেদন নিবেদন করে এসেছি; কিন্তু বাস্তবভিত্তিক ভাঙন প্রতিরোধে কোনো কাজ হয়নি। সরকারের দৃষ্টি আকর্ষণে এলাকায় মানববন্ধন, সংবাদ সম্মেলন, বিভিন্ন কর্মকর্তা বরাবর আবেদন করাসহ অনেক অভিযোগ করেছি; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

 


আরো সংবাদ



premium cement
অকৃষি লিজকৃত ভূমির নামজারি ও খাজনা নেয়ার দাবি খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চাদা কালেক্টর গ্রেফতার বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আরো ৩ এসআই বরখাস্ত আমাকে দেশনায়ক-রাষ্ট্রনায়ক বলবেন না : তারেক রহমান সিলেটে ঝটিকা মিছিল : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা আটক বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার পণ্য আটক উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন খলিলুর রহমান টাঙ্গাইলে হত্যা মামলার ২ জনের যাবজ্জীবন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমির খসরু

সকল