রায়পুরায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১২
- রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামে জমিসংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে টেঁটা সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার কালিকাপুর গ্রামের মনসুর আলীর বাড়ি ও সাবুদ আলীর বাড়ির লোকজন সংঘর্ষে জড়ালে দুইপক্ষের অন্তত ১২ জন আহত হন।
মনসুর আলীর পক্ষের আহতরা হলেন- কালিকাপুরের মকবুল হোসেন, আশরাফ আলী, জহিরুল ইসলাম, ছায়দুল ইসলাম এবং শুক্কুর আলীর স্ত্রী আমেনা বেগম (৬০) ও বাচ্চু মিয়ার স্ত্রী সখিনা বেগম। সাবুদ আলীর পক্ষের আহতরা হলেন- মোখলেস, নজীর মিয়া, লাক মিয়া। আহতরা প্রত্যেকেই কালিকাপুর গ্রামের। আহতদের মধ্যে মকবুল মিয়া ককটেল বিস্ফোরণে চোখে আঘাত পেয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ছাড়া অন্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে নজীর মিয়া একই এলাকার মনু মিয়ার কাছ থেকে একটি জমি ক্রয় করেন। একই জমি অন্য আরেকজনকে কিনে দিতে চান নান্নু মিয়া মেম্বার। নান্নু মেম্বার ও নজীর মিয়া একই বাড়ির। নান্নু মিয়ার পক্ষে হুমায়ুন কবির বরকত আলী ও সাবুত আলী বাড়ির নেতৃত্ব দেন। তিনি চানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে নজীর মিয়া বলেন, আমার কেনা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল এ নিয়ে মীমাংসায় বসলে বিরোধে জড়িয়ে আমার একজন লোককে পিটিয়ে আহত করা হয়। এরই জেরে পুনরায় নান্নু মেম্বার ও বরকত আলীর নেতৃত্বে হামলা চালালে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
একই বিষয়ে সাবুত আলী বংশের বরকত আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মনসুর আলীর বাড়ির লোকেরা ঝগড়ায় জড়ায়। এখানে আমার সম্পৃক্তা নেই।
রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার বলেন, ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা