১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিংড়ায় খালের দেড় যুগের ময়লা অপসারণ করলেন ইউএনও

হাট-সিংড়া খালে ময়লা অপসারণ করা হচ্ছে : নয়া দিগন্ত -

দায়িত্ব গ্রহণ করেই নাটোরের সিংড়া পৌর শহরের জনগুরুত্বপূর্ণ ‘হাট-সিংড়া’ খালে জমাট হয়ে থাকা দীর্ঘ দেড় যুগের ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছেন ইউএনও মাজহারুল ইসলাম। গতকাল শনিবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দা, পরিবেশ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে মাজহারুল ইসলাম খালের ময়লারস্তুপ অপসারণ শুরু করেন। পাশাপাশি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া পৌরসভার প্রধান সহকারী জিল্লুর রহমান প্রমুখ।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ উপস্থিত সাধারণ জনতা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে পৌর শহরের এই জনগুরুত্বপূর্ণ খালটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। এ ছাড়া, একশ্রেণীর প্রভাবশালীরা খালটি দখল করে নেয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পুরো শহরে হাঁটু পানি জমে যায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় খালটি দখলমুক্ত হলে সিংড়াকে একটি পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, শহরের প্রাণকেন্দ্রে যদি এমন ময়লা-অবর্জনার স্তূপ জমে থাকে তাহলে মানুষের মন-মানসিকতা ভালো হবে কিভাবে? তাই, পৌরসভার মাধ্যমে এ উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে খালটি অবৈধ দখলমুক্ত করতে সবার সহযোগিতার আশা করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল