সিংড়ায় খালের দেড় যুগের ময়লা অপসারণ করলেন ইউএনও
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:১২
দায়িত্ব গ্রহণ করেই নাটোরের সিংড়া পৌর শহরের জনগুরুত্বপূর্ণ ‘হাট-সিংড়া’ খালে জমাট হয়ে থাকা দীর্ঘ দেড় যুগের ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছেন ইউএনও মাজহারুল ইসলাম। গতকাল শনিবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দা, পরিবেশ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে মাজহারুল ইসলাম খালের ময়লারস্তুপ অপসারণ শুরু করেন। পাশাপাশি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া পৌরসভার প্রধান সহকারী জিল্লুর রহমান প্রমুখ।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ উপস্থিত সাধারণ জনতা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে পৌর শহরের এই জনগুরুত্বপূর্ণ খালটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। এ ছাড়া, একশ্রেণীর প্রভাবশালীরা খালটি দখল করে নেয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পুরো শহরে হাঁটু পানি জমে যায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় খালটি দখলমুক্ত হলে সিংড়াকে একটি পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, শহরের প্রাণকেন্দ্রে যদি এমন ময়লা-অবর্জনার স্তূপ জমে থাকে তাহলে মানুষের মন-মানসিকতা ভালো হবে কিভাবে? তাই, পৌরসভার মাধ্যমে এ উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে খালটি অবৈধ দখলমুক্ত করতে সবার সহযোগিতার আশা করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা