১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমলো ৫ টাকা, হরতাল প্রত্যাহার

-

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ নারায়ণগঞ্জ জেলা কমিটি। এ সিদ্ধান্ত মেনে নিয়ে আজ রোববার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা অর্ধবেলা হরতাল প্রত্যাহার করার অনুরোধ জানান বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে একটি ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকাই নিয়েছেন। এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা করার। এ জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি করে দেয়া হয়। তারা দীর্ঘদিন এ বিষয়ে কাজ করছেন। তারা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সাথে কথা বলেছেন।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, সর্বোপরি ৪৫ টাকা ভাড়া আমরা নির্ধারণ করতে পারব না। সবার দাবির প্রতি শ্রদ্ধা রেখে শহরের যেকোনো পয়েন্ট থেকে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে। বাস মালিকদের তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সোমবার থেকে আমাদের নির্ধারিত হারে (৫০ টাকা) ভাড়া রাখবেন। সেটা বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শীবুমার্কেট যেখান থেকেই হোক।
জেলা প্রশাসক বলেন, বাস ভাড়া কামানোর দাবিতে যাত্রী অধিকার একটি কর্মসূচি ঘোষণা করে। তাদের অনুরোধ করব, ৫০ টাকা নির্ধারণ করা হলো। এটি মেনে নিয়ে রোববারের ডাকা অর্ধবেলা হরতাল প্রত্যাহার করে নিন। আশা করি, যাত্রী অধিকার ও বাস মালিকদের যে দাবি তা আজকের এ ঘোষণার মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে।
কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না জানিয়ে বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবহন খাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে, সেটি আমরা কঠোর হস্তে দমন করবো। আপনারা যদি কোনো চাঁদাবাজির শিকার হোন তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল