ধামরাইয়ে ব্যাটারি কারখানা ও ইটভাটায় অভিযান
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:১১
ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানা ও কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। অভিযানে ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ ভাটা দুটি বন্ধ করে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার সাহাবেলীশ্বর এলাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি (বিডি) লিমিটেড কারখানায় পরিবেশ অধিদফতর ঢাকা জেলা ও সদর দফতরের এনফোর্সমেন্ট মনিটরিং শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাটারি কারখানায় ইটিপি বন্ধ রেখে পরিবেশের ক্ষতিকারক উপাদান সরাসরি পরিবেশে ছাড়ার দায়ে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ সংযোগ না দেয়ার নির্দেশ দেয়া হয়।
এরপর দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় কয়েকটি ইটভাটায় অভিযান চালান তারা। এ সময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ডাউটিয়া এলাকার মেসার্স আমেনা হিপ ব্রিকসকে দুই লাখ এবং মেসার্স সান ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটাগুলোর বেশ কিছু অংশ ভেঙে দিয়ে ভাটা দু’টি বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক। অভিযানে সহযোগিতা করেন ধামরাই থানা পুলিশ, র্যাব-৪ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা