বগুড়ায় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিককেন্দ্র
- শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:১০
বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিককেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বগুড়ার শিবগঞ্জে শিক্ষার গুণগত মান ও ছাত্র-শিক্ষকের একাডেমিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ছাত্র-শিক্ষক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। গতকাল শনিবার উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে বিসিকের পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় এ সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ সমাবেশে বক্তব্য দেন, গেস্ট অব অনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.জি কে এস মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসনাত আলী ও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (কলেজ) আব্দুল হাই সিদ্দিক সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের পরিচালক রফিকুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা