ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত দাবি
- গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:১০
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সামনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডৌবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ শামসীর পরিচালনায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন।
সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটন (লম্বা লিটন) কে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ লিটন ও আরও দুইজনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। ওই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা