পটিয়ায় ৯ কিশোর পেল বাইসাইকেল
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:০৮
একাধারে ৪০ দিন মসজিদে ফজরের নামাজ জামায়াতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে চট্টগ্রামের পটিয়ার ১৯ জন কিশোর। শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে পটিয়া উপজেলার ‘মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিল’।
গত শুক্রবার উজিরপুর হায়দার আলী সিকদার জামে মসজিদে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও চট্টগ্রামের হাজী মহসিন কলেজের সাবেক ভিপি মহিউদ্দীন মুকুল বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
এতে প্রধান অতিথি ছিলেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাফওয়ান বিন হারুন আজহারী। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কুতুব উদ্দিন ও উজিরপুর হায়দার আলী সিকদার জামে মসজিদের মুতাওয়াল্লী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিছ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা