সুইয়ের ফোঁড়ে ভাগ্য বদল নারী উদ্যোক্তাদের
- জাকা শেখ ফুলবাড়ী (কুড়িগ্রাম)
- ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
জীবন-জীবিকার তাগিদে ইচ্ছাশক্তি আর সুই-সুতার বুননের দক্ষতাকে কাজে লাগিয়ে এখন স্বাবলম্বী নারী রাজিয়া সুলতানা। যুব উন্নয়ন অধিদফতর থেকে হাতেখড়ি নিয়ে হস্তশিল্পে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার গণ্ডি পেরিয়ে এখন ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে। এই এলাকার অর্ধশতাধিক নারী এখন বর্ধণমূলক এ কাজ করে সংসারে এনেছেন স্বচ্ছলতা। রাজিয়া উপজেলার প্রথম সারির একজন নারী উদ্যোক্তা, যিনি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচিতি লাভ করেছেন।
সরেজমিন গিয়ে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় গ্রামের সুই সুতার ফোঁড়ে সফল এই নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা। ২০২৩ সালে জেলা যুব উন্নয়ন অধিদফতর থেকে হস্তশিল্পের ওপর প্রশিক্ষন নিয়ে বাড়িতেই ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্টিং ও সেলাইয়ের কাজ শুরু করেন সুলতানা। তিনি নিজের সফলতার পর নিজ উদ্যোগে এলাকার বেকার ৫০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
রাজিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, সুচের ফোঁড়ে ফোঁড়ে নকশিকাঁথার ওপর ফুটিয়ে তুলছেন নানা রঙের ফুল, পাখি, লতা, পাতাসহ বিভিন্ন কারুকাজ, তাছাড়াও কেউ কেউ করছেন রঙের কাজ এতে যা মজুরি পাচ্ছেন তা দিয়ে তাদের সংসারের স্বচ্ছলতা ফিরে এসেছে। দোকান থেকে কাপড়, রঙ ও মেডিসিন ক্রয় করে তারা তৈরি করেছেন থ্রি পিস, চাদর, বেডশিট, পাঞ্জাবি ও শাড়িসহ বিভিন্ন ধরনের সামগ্রী। তাদের তৈরি প্রতিটি থ্রি পিস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা, পাঞ্জাবি সাড়ে ৯০০ থেকে এক হাজার ২০০ টাকা।
সেলাই কর্মী সাথী আক্তার বলেন, ‘আপা আমাদের পিছিয়ে পড়া নারীদের আইডল। ওনার অনুপ্রেরণায় আমি কাজ শুরু করি এবং আমার মতো অনেকেই আপাকে দেখে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।’
রাজিয়ার স্বামী বলেন, ‘দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস থাকলে যথোপযুক্ত কর্মপরিকল্পনার মাধ্যমে সংসার করার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। তিনি আরো বলেন, আশা করি আত্মতৃপ্তির পাশাপাশি এটি আমাদের ভবিষ্যৎ চলার পথকে আরো মসৃণ করবে।’
সাবেক উপজেলা চেয়ারম্যান জানান, পরিবারকে সামলে অবসরে নকশি কাঁথাসহ বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ করে অনেকে দারিদ্র্যতা থেকে মুক্তি পেয়েছেন। সময়ের হাত ঘুরে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিণত হয়েছে এ কাজ। এ শিল্পকে ঘিরে উপজেলায় বর্তমানে কাজ করছেন ছোট-বড় অনেক নারী উদ্যোক্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা