ভাণ্ডারিয়ায় যাত্রী সঙ্কটে লঞ্চ চলাচল বন্ধ
- ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০৫
যাত্রী কমে যাওয়ায় গত পাঁচ মাস ধরে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া-হুলারহাট-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই সম্প্রতি লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে এসে ফিরে যাচ্ছে যাত্রীদের অনেকেই। ক্রেতা সঙ্কটে বিপাকে পড়েছেন ঘাটকেন্দ্রিক দোকানদাররাও।
এ কারণে, ভাণ্ডারিয়া-হুলারহাট-ঢাকা তথা পিরোজপুর নৌ-রুটে অন্তত একটি লঞ্চ চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত বুধবার ভাণ্ডারিয়া লঞ্চঘাটের সুপারভাইজার শাহজাহান জানান, লঞ্চ বন্ধ থাকায় অনেক যাত্রী ও ব্যবসায়ী মালামাল নিয়ে ঘাটে এসে ফিরে যাচ্ছেন। এখানে অন্তত একটি লঞ্চ চালু রাখা যেতে পারে। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় বলেন, সড়ক পথে কম সময়ে যাতায়াত করা যায় বলে নৌপথের যাত্রী কমে গেছে। তবে জেলার কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য পরিবহনে লঞ্চের গুরুত্ব এখনো রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা