১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি তদন্তে ট্রুথ ফাইন্ডিং কমিটি গঠন

-

বিগত সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, আর্থিক ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ তদন্তে ১১ সদস্যের সত্যানুসন্ধান কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয় প্রেস ক্লাবের একজন সাবেক সভাপতিকেও রাখা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিগত ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ সদস্যের একটি সত্য অনুসন্ধান কমিটি গঠন করেছে। গত ৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৬৩তম সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরো জানান, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি বা রুলস-রেগুলেশন ও সরকারি বিধিবিধান লঙ্ঘিত হয়ে থাকলে তা নিশ্চিত করবে এ সত্যানুসন্ধান কমিটি।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো: লুৎফর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন।


আরো সংবাদ



premium cement

সকল