মিরসরাইয়ে বিএনপির বড় শোডাউন
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মিরসরাই পৌর সদরের উষা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয়। এই আন্দোলন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সুদীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী সংগ্রামের চূড়ান্ত ফসল। ২০০৮ সাল থেকে বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের জন্য এই বিজয় এসেছে।
সদস্যসচিব গাজি নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তব্য দেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, জাহেদুল করিম কচি, বদিউল আলম বদরুল প্রমুখ।
সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে স্মরণ কালের বৃহৎ মিছিলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা