১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বর্তমানে দেশ গঠনের দায়িত্ব তরুণ প্রজন্মের : বাকৃবি ভিসি

-

শিক্ষার্থীরা নিজেদের জীবনে শৃঙ্খলা ও নেতৃত্ব মেনে নিজের জীবন ও ক্যারিয়ার সুন্দর করে সাজাবে। বর্তমান দেশ ও পরিবারের গঠনের দায়িত্ব তরুণ প্রজন্মের। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
গত বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজে আয়োজিত দ্বাদশ শ্রেণির বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
কেবি কলেজের অধ্যক্ষ ড. মো: আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সামছুল আলম, শিক্ষক সমিতির সভাপতি ও কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে আন্তঃসেকশন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। এরপর ছেলে ও মেয়েদের দাবা, ক্যারাম, দৌড়সহ বিভিন্ন আউটডোর ও ইনডোর খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।


আরো সংবাদ



premium cement