১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

বিদায় সংবর্ধনা
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা সমন্বিত বিদায় উদযাপন কমিটি। গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উদযাপন পরিষদের আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও সাংবাদিক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু, রওশন শরীফ তানির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পরিষদের সদস্যসচিব চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। পরে উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিরাজগঞ্জ প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল এবং মদরাসার ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থিত দারুল ইসলাম মডেল মাদরাসার ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় ছিনিয়ে নেয় সিংহভাগ ৩৩টি পুরস্কার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

গণহত্যা দিবস
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রাথমের উলিপুথরে গণহতথ্যা দিবস পালিত হথয়েথছে। দিবসটি উপলথক্ষে গত বুধবার হাইউনিয়নের অনন্তপুর শহীদ মিনাথরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন মণ্ডথলের সভাপতিথত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুল বারী সরকার, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।

জরিমানা
সাভার (ঢাকা)সংবাদদাতা
সাভারের ভাকুর্তা এলাকার টোটালিয়া পাড়ায় অবৈধভাবে গড়ে ওঠা দু’টি ইটভাটায় গত বুধবার পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি অভিযান চালিয়ে মেসার্স তাহা ব্রিকস এবং ঢাকা ব্রিকস দু’টি গুড়িয়ে দিয়েছেন। অভিযানে ভাটা দু’টির কার্যক্রম বন্ধ করে দেয়াসহ একটি ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

কার্তিক মেলা
গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলী দুর্গাহাটা লালখাপাড়া মেলা কমিটির আয়োজনে গত বুধবার ৭৩তম কার্তিকমেলা উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর একাবের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ।

সমাপনী সভা
পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বেসরকারি এনজিও সংস্থার সাইক্লোন রেমাল রেস্পন্স প্রকল্পের শিখন-অংশগ্রহণ এবং সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এনজিও জাগোনারীর উদ্যোগে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে ও জাগোনারীর ফোকাল পার্সন জনাব শাহিন আহমেদের সঞ্চালনায় সভায় অংশ নেন, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব প্রমুখ।

সাব স্টেশনের দাবি
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে পল্লীবিদ্যুৎতের সাব স্টেশন তৈরি না করে টেকেরঘাট সীমান্ত এলাকায় করার প্রতিবাদ ও উপজেলা সদরে সাব স্টেশন তৈরি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে তাহিরপুরের সচেতন নাগরিক মহলের আয়োজনে এ কর্মসূচিতে বক্তব্য দেন, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ।

মতবিনিময়
ঘিওর (মানিকগঞ্জ)সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওরে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বাঁশ-বেত শিল্পে সম্পৃক্ত জনগোষ্ঠীর সাথে জেলা ও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। গত বুধবার ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে বড়টিয়া শ্রীবাড়ি (ঋষি পাড়া) কারুপল্লীতে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন। বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, কারু শিল্প উদ্যোক্তা দেবাশীষ সরকার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল