০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`
যৌন নিপীড়ন

রাবিতে চাকরিচ্যুত চিকিৎসককে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ

-


যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক ডা: রাজু আহমেদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভিসি বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
এর আগে শিক্ষার্থীরা প্যারিস রোড থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ঘুরে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা, ‘ফ্যাসিবাদের দোসর ক্যাম্পাসে কেন?’, ‘রাজুর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ক্যাম্পাসে যৌন হয়রানি কেন?’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সরোয়ার হোসেন বলেন, যৌন নিপীড়নের দায়ে ৫৩১তম সিন্ডিকেট সভায় চাকরিচ্যুত ডা: রাজুকে ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা চলছে। নতুন প্রশাসন তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বরাদ্দ দেয়ায় তিনি আবার ক্যাম্পাসে প্রবেশাধিকার পেয়েছেন। একই সাথে হাইকোর্টে রিট করে পুনর্বহালের চেষ্টা চালাচ্ছেন রাজু। চিহ্নিত ফ্যাসিস্ট ও যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রাজুকে ফ্ল্যাট বরাদ্দ দেয়ার বিষয়ে শিক্ষার্থীরা সন্দিহান।

একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাকী এনাম বলেন, ডা: রাজু আমাদের বিভাগের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানি করেছেন। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে; কিন্তু আমরা জেনেছি কিছু কুচক্রী মহল তাকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানাতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লি¬নিকে দাঁতের চিকিৎসাকালে ডা: রাজুর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করেন। সে দিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক)। পরে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা: রাজুকে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল