সোনাগাজীতে তমদ্দুন মজলিসের কমিটি গঠন
আহ্বায়ক শামসুদ্দীন, সদস্যসচিব কালিম উল্লাহ- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩১
তমদ্দুন মজলিস ফেনী জেলার সোনাগাজী উপজেলা শাখার এক সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠাতা সেক্রেটারি, শিক্ষাবিদ এ বি এম শামসুদ্দীনকে আহ্বায়ক ও প্রিন্সিপাল মাওলানা কালিম উল্লাহকে সদস্যসচিব করে গত মঙ্গলবার ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- যুগ্মআহ্বায়ক শেখ ইকবাল হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দীন, জামাল উদ্দিন সেন্টু, মো: মোস্তফা, খুরশিদ আলম ভূঁইয়া, প্রফেসর ওবায়দুল হক, আবদুল মান্নান, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন ও শেখ আবদুল হান্নান। আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
উল্লেখ্য ; ১৯৪৭ সালের পর তমদ্দুন মজলিসের ব্যানারে সারা দেশে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওঠে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালে সামাজিক কর্মকাণ্ড, ইসলামি সাহিত্য ও স্বংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে সোনাগাজী শাখা প্রতিষ্ঠা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা