২ কর্মকর্তার বিরুদ্ধে চেয়ারম্যান-সচিবকে লাঞ্ছিত করার অভিযোগ
- রাজশাহী ব্যুরো
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩০
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ সচিবকে অবরুদ্ধ রাখার ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সচিব অধ্যাপক হুমায়ূন কবীর। সোমবার রাতে নগরীর রাজপাড়া থানায় এই অভিযোগ দেন তিনি। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলা রেকর্ড করেনি পুলিশ।
এতে যে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম। সম্পর্কে তারা দুই ভাই। জাহিদুর রহিমের বিরুদ্ধে একজন সেবাগ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে অনৈতিক সম্পর্ক স্থাপন, দুর্নীতি, অনিয়মসহ কয়েকটি অভিযোগ রয়েছে।
নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতেই বোর্ডের সচিব একটি এজাহার দিয়েছেন। তবে সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। প্রাথমিক তদন্তে সত্যতা পেলে মামলা রেকর্ড করার নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার। অভিযোগটির এখন প্রাথমিক তদন্ত চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা