শ্রীনগরে ৬ বছরেও শেষ হয়নি স্কুলের নতুন ভবন নির্মাণকাজ
শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান ব্যাহত- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৯
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাড়ৈখালীর শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সঙ্কটে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ১ নং শিবরামপুর স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ২১৫ জন। পুরনো একতলা স্কুল ভবনে রয়েছে মাত্র দুটি শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষের অভাবে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বই-খাতা নিয়ে বসতে হচ্ছে কোমলমতি শিশুদের। এতে শিশুসহ শিক্ষকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপর দিকে গত ২০১৮ সালে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অর্থায়নে নতুন ভবণ নির্মাণকাজ শুরু হলেও রহস্যজনক কারণে কাজ সম্পন্ন হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ মৃধার বরাত দিয়ে সহকারী শিক্ষক আওলাদ হোসেন বলেন, নতুন ঠিকাদার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। কাজের শুরুর দিক থেকেই সংশ্লিষ্টজনদের সঠিক তদারকির অভাবে ঠিকাদার মিজান শেখ স্কুল ভবণ নির্মাণকাজে অনিয়ম ও গাফিলতির সুযোগ পায়। তিনি ৬ বছরেও নির্মাণকাজ শেষ করতে না পাড়ায় ফের টেন্ডার হয়। নতুন ঠিকাদার পাপ্পুর বিরুদ্ধেও কচ্ছপগতির কাজের পাশাপাশি নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীদের পাঠদানে আমাদের সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ভবনে ৪-৫ জন শ্রমিক কাজ করছেন। লক্ষ্য করা গেছে, দুইতলার ছাদ ঢালাই করা অবস্থায় কাঠ-বাসের সেন্টারিং লাগানো রয়েছে। কয়েকটি পিলারের গায়ে ফাঁকা ও কিছুটা বাঁকা থাকা চিত্র লক্ষ্য করা গেছে। এ সময় শ্রমিকরা জানান, এ কাজ তারা করেননি। তাদের দাবি আগের ঠিকাদারের লোকেরা কাজে অনিয়ম করেছে।
মেসার্স পাপ্পু এন্টার প্রাইজের কর্ণধার মো: পাপ্পু জানান, মেবি জুন পর্যন্ত কাজের সময়সীমা রয়েছে। তার পরেও সব দেখে সঠিক করে বলতে পারবো কাজের চুক্তিমূল্য ও সময়সীমা কত দিনের। কাজের অনিয়মের বিষয়ে তিনি দম্ভ করে বলেন, কারা অভিযোগ করেছে তাদেরকে বোয়েটে পরীক্ষা করে আসার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: মহিফুল ইসলাম বলেন, আগের যে ঠিকাদার ছিল সময় মতো কাজ না করায় তার কন্ট্রাক বাতিল পুনরায় নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়েছে এবং প্রকল্পের কাজের সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে। কাজের অগ্রগতি সমন্ধে সঠিক তদারকি করার আশ্বাস দেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা