আখাউড়ায় বিতর্কিত ঠিকাদার সোহেল রানা গ্রেফতার
- আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত ঠিকাদার উপজেলা যুবলীগের সদস্য শেখ মো: সোহেল রানা (৪৬) গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আখাউড়া পৌরসভার দেবগ্রামে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। একটি বিস্ফোরক মামলায় তদন্তে প্রমাণিত অপরাধী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় শেখ সোহেল রানা ছিলেন বিএনপিতে। আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর রাতারাতি তিনি আওয়ামী লীগ হয়ে যান। সাবেক আইনমন্ত্রী ও মেয়রের নিজস্ব ঠিকাদার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। আইনমন্ত্রীর ঘনিষ্ঠসহচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মেয়র কাজলের সহযোগিতায় প্রকাশ্যে তিনি নিজের পেরেন্টস নামে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন লাইসেন্সের নাম দিয়ে পৌরসভা ও উপজেলার প্রায় সব সরকারি কাজ ভাগিয়ে নিয়ে যেতেন। শুধু তাই নয়, সাবেক আইনমন্ত্রী ও মেয়রকে দিয়ে বেআইনিভাবে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে পার্টটাইম শিক্ষক থেকে তার স্ত্রী ফয়েজুন নেছা লিজাকে প্রভাষক হিসেবে জয়েন করায়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানায়, তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা