রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা লুটপাট
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৭
নারাণয়গঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ভাড়া বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। মঙ্গলবার এ হামলা চালানো হয়।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার খাদুন গ্রামের জাহাঙ্গীর কবির ভুঁইয়ার সাথে একই গ্রামের জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধানের সঙ্গে ৭ দশমিক ৬১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আলমগীর প্রধান ও তার সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার ৮-১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, দা-ছুরি, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
হামলাকারীরা জাহাঙ্গীর কবিরকে বেদম প্রহার করে নগদ টাকা, স্বর্ণের চেন, মোবাইল ফোনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে ব্যবসায়ীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাদি হয়ে আলমগীর প্রধান(৪২) ও তানভীর হাসান মিলনকে (৩৯) নামীয় ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা