মেহেরপুরে জামায়াতের সদস্য সম্মেলন
- মেহেরপুর প্রতিনিধি
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৭
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর থেকে জামায়াতে ইসলামী সারা দেশের প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে। মানুষের পাশে দাঁড়াতে তাদের উদ্বেগ ও দুর্দিনে সহায়তা প্রদান করে চলেছে। শহীদ ভাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ভাইদের সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসার বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। এভাবেই জামায়াতে ইসলামী জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
জেলা শাখার সেক্রেটারি ইকবাল হুসাইনের পরিচালনায় সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম মাস্টার, পৌর আমির সোহেল রানা ডলার, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান শপথ গ্রহণ করেন। শপথ পাঠের পর সংগঠনের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা