১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

কমিশনারের যোগদান
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার ড. মো: নাজমুল করিম খান গত মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদান শেষে তিনি জিএমপির সব কর্মকর্তার সাথে কুশল বিনিময় করেন। এর আগে তিনি ঢাকায় পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। বিগত সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। অবসরকালীন সময় তিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
এদিকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। ড. নাজমুল করিম ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

অনুদান প্রদান
নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা তারেক সিয়ামের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার দফতরে সিয়ামের বাবা শরিফুল ইসলামের হাতে দুই লাখ ৫০ হাজার টাকার চেক ও আনুষঙ্গিক খরচসহ মোট তিন লাখ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের (আইআইএস) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাষাশহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার প্রমুখ।

কৃষি প্রণোদনা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারি ফসল উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ হাজার ৯০০ কৃষককে ৭২ লাখ ২২ হাজার ৭০০ টাকার কৃষি প্রণোদনা প্রদানের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, জেলার পাঁচ হাজার ৯০০ কৃষককে তাদের এক বিঘা করে জমি চাষে এক কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। জেলার চারটি উপজেলায় এরই মধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সাপ উদ্ধার
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় এক সাপুড়িয়ার কাছ থেকে ছয় ফুট দৈর্ঘ্যর একটি দাঁড়াশ ও তিন ফুট দৈর্ঘ্যর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা। গত সোমবার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দু’টি উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম। সাপুড়িয়া আর সাপ ধরবে না মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

আলোচনা সভা
জয়পুরহাট প্রতিনিধি
‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ এ স্লোগানে জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ২৪ ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিইবি জয়পুরহাটের আয়োজনে গত মঙ্গলবার জেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী রেজাউল আলম সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এফডিইবি জেলা সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা ও সহসভাপতি নাদিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান সাঈদ, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।

সমন্বয় সভা
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর আত্রাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার প্রমুখ।

কর্মী সমাবেশ
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে গত মঙ্গলবার কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির কর্মী/সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি এ জেড এম শাহ্ নওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: শামীম হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী সোহেল প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল