১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে আ’লীগ নেতা ‘বোমা জামানের’ সম্পদের পাহাড়

জামালপুরে আ’লীগ নেতা ‘বোমা জামানের’ সম্পদের পাহাড় -

ধরাছোঁয়ার বাইরে জামালপুরে বিরোধী দল-মতের মানুষের প্রধান আতঙ্ক জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা মো: সুরুজ্জামান ওরফে ‘বোমা জামান’। ভিন্ন মতের মানুষের ওপর নির্যাতনসহ বোমা নিক্ষেপেও ছিলেন পারদর্শী। পতিত হাসিনা সরকারের সময় জামায়াত-বিএনপিসহ বিরোধী মত দমনে বোমা জামান ছিলেন মাস্টারমাইন্ড। রাজনৈতিক অঙ্গনে কূটবুদ্ধি ও ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিতি পাওয়ায় আওয়ামী নেতারাই তাকে এমন নানা উপাধি দেন।
যে কারণে স্বল্প সময়ে আওয়ামী রাজনীতির গডফাদার বনে যান এ বোমা জামান। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদও পেয়ে যান। যদিও তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য।
আওয়ামী লীগের রাজনীতির সুবাদে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক পদে চাকরিও বাগিয়ে নেন বোমা জামান। শিক্ষকতা না করেও বেতন তুলতেন যথানিয়মে। ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাদ্য বিভাগের শ্রমিক-ঠিকাদার বনে যান।

জেলার সবচেয়ে বড় সরকারি খাদ্যগুদাম (হিংজানী খাদ্যগুদাম) চলতো বোমা জামানের ইশারায়। যে কারণে শ্রমিক সর্দার থেকে পতিত সরকারের সাড়ে ১৫ বছরে কোটি কোটি টাকার মালিক বনে যান জামান। নিজ এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজনীতিতে একচ্ছত্র নীতিনির্ধারক হয়ে ওঠেন।
সাধারণ মানুষের জমি ও রেলওয়ের জমি দখল, অবৈধ বালুর ব্যবসা, জমির ব্যবসা, কাজের পার্সেন্টেজ, নিয়োগবাণিজ্য, ঠিকাদারি কাজ না করেই বিল ও ভুয়া রাইস মিল দেখিয়ে ধান-চালের বরাদ্দ নিয়ে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েন জামান ।
জানা যায়, জাসদ ছাত্রলীগ থেকে বোমা জামান ১৯৯৬ সালে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী রাজনীতিতে খুঁটি গাড়েন। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জামান বোমা তৈরিতে অত্যন্ত দক্ষ হয়ে উঠে সুরুজ্জামান। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের আন্দোলনে বিএনপির আতঙ্কের নাম ছিল এই বোমা জামান। আর এই আতঙ্কের জন্যই আওয়ামী লীগ তাকে যুবলীগে পদ দিয়ে পুরস্কৃত করে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে চাকরি দিয়ে তাকে দ্বিতীয় দফায় পুরস্কৃত করে আওয়ামী লীগ। দলীয় প্রভাব আর নিজের বোমা তৈরির কৌশল কাজে লাগিয়ে নিয়ে নেন কলেজের পুরো নিয়ন্ত্রণ। জামানের ষড়যন্ত্র মোকাবেলা করতে বেশ বেকায়দায় পড়েন তৎকালীন অধ্যক্ষ তৌফিকুল ইসলাম। অবশেষে কলেজের দুই পদ থেকে সুযোগ-সুবিধা নেয়ায় চাকরিচ্যুত হন জামান। কলেজের চাকরি হারিয়ে বের করেন নিজের নামে একটি স্থানীয় দৈনিক। ওই পত্রিকার সুবাদেই তার প্রেস ক্লাবের সদস্য হওয়ার সুযোগ হয়ে যায়। নিবন্ধন ধরে রাখতে মাঝে মধ্যে সেটি ছাপতেন কয়েক কপি। ওই পত্রিকার নাম ভাঙিয়ে কিছু অসাধু সাংবাদিক নেতার সহযোগিতায় বাগিয়ে নেন প্রেস ক্লাবের সহসভাপতি পদ। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পেয়েছিলেন কিছু দিনের জন্য। এরপর থেকেই প্রেস ক্লাব নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ।
জানা যায়, ঢাকা ও ময়মনসিংহে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে তার। শুধু সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই থেমে যাননি জামান; নিজ দলের বিরুদ্ধেও তার ফেসবুকে সবসময় সরব থেকেছেন লেখালেখিতে। এ নিয়ে নিজ দলের রাজনীতিতেও বিতর্কিত তিনি। এ কারণে তাকে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হারাতে হয়। বর্তমানে তিনি জেলা কমিটির প্রভাবশালী সদস্যদের অন্যতম ।

বন্দেরপাড়া গ্রামের সুজন বলেন, গত সাড়ে ১৫ বছর এই অঞ্চলের মানুষ বোমা জামানের জন্য টুঁ-শব্দটুকু করতে পারেননি। মসজিদে কথা বলতেও তাকে ভয় পেত এলাকার সাধারণ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে রেলের জমি ইজারা নিয়ে চারটি পুকুর, বিশাল গুদামঘর এবং বিএডিসির প্রায় দুই একর জমিতে পুকুর ও অফিস নির্মাণ করেছেন। শহরের আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় পাঁচতলা আলিশান ভবন। শহরের বিভিন্ন এলাকায় রয়েছে নামে-বেনামে জমি ও প্লট। জামান শহরের মাল গুদাম রোডে একটি জমি এখনো দখল করে রেখেছেন বলে অভিযোগ এক বিএনপি নেতার।
মুকছেদুর রহমান হারুন নামে ওই বিএনপি নেতা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করে। এরপর আওয়ামী লীগ নেতা বোমা জামানও চলে যান আত্মগোপনে। তবে ফেসবুকে সরব রয়েছেন। সদর উপজেলা বিএনপির এক নেতা এবং জেলা বিএনপির কিছু নেতার সাথে সু-সম্পর্ক রাখায় ধরাছোঁয়ার বাইরে আছেন বোমা জামান।

 


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের

সকল