১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শখের পাখি পালনকে পেশা বানিয়ে স্বাবলম্বী ইমাম

শখের পাখি পালনকে পেশা বানিয়ে স্বাবলম্বী ইমাম -

টাঙ্গাইলের সখীপুরে শখের পাখি পালনকে পেশা হিসেবে বেছে নিয়ে স্বাবলম্বী হয়েছেন মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান বাদশাহ। তিনি প্রতি মাসে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করেন।
গত সোমবার সরেজমিন ওই ইমামের দোকানে গিয়ে দেখা যায়, ছোট-বড় সারি সারি খাঁচায় টিয়া, ময়না, বাজরিগার, কোয়েল, ঘুঘু এবং কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি শোভা পাচ্ছে। একটু পরপর ক্রেতারাও ভিড় করছেন পাখি বা পাখির খাবার কেনার জন্য।
ইমাম আবু সুফিয়ান জানান, তিনি মসজিদে ইমামের দায়িত্ব পালন করে মাস শেষে সর্বোচ্চ ১০ হাজার টাকা বেতন পেতেন। এতে তার পরিবার নিয়ে চলতে ভীষণ কষ্ট হতো। এ দিকে শৈশব থেকেই তিনি পাখি খুব পছন্দ করতেন। বিভিন্ন প্রজাতির পাখি পালনও করতেন শখের বসে। সেই শখকেই মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা হিসেবে বেছে নেন।
তিনি জানান, চার বছর আগে ২০ হাজার টাকা নিয়ে শুরু করা এই পাখি ব্যবসায় তার বর্তমান পুঁজি প্রায় ৩০ লাখ টাকা। গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার পাখি ও পাখির খাবার বিক্রি করেন তিনি।
আবু সুফিয়ান আরো জানান, তিনি শিগগিরই বড় পরিসরে কোয়েল পাখির খামার করবেন। কারণ বাণিজ্যকভাবে সবচেয়ে বেশি লাভ করা যায় কোয়েল পাখিতে। এ পাখির রোগও কম হয়।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল