কুলিয়ারচরে ৩ শিশুর বিরুদ্ধে মামলা দেয়ায় তোলপাড়
- কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবু সালমান নামে ছয় বছরের এক শিশুসহ তিন শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় এলাকায় তোলপাড় ও নিন্দার ঝড় উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর কুলিয়ারচর পৌর এলাকার নোয়াগাঁও বেপারিপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবুল হাসেম বাদি হয়ে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত এ মামলাটি দায়ের করেন।
জানা যায়, আবুল হাসেমের সাথে প্রতিবেশী আ. ছামাদের ছেলে তমিজ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। এর বিরোধের জের ধরে আবুল হাসেম বাদি হয়ে ছয় বছরের শিশু আবু সালমান, তিন শিশু, তমিজ উদ্দিনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মারামারি, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন।
নোয়াগাঁও বেপারিপাড়া সিরাজুম মুনিরা মাদরাসাছাত্র আবু সালমান (৬), উদয়ন কিন্ডার গার্টেনের ৮ম শ্রেণির ছাত্র আবু হুরাইরা (১৩), ইয়াছিন মিয়া (১৩) এবং একই পরিবারের ২২ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় সালমানের বাবা মনির মিয়া বলেন, আবুল হাসেম মাস্টার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে গ্রামের অনেক মানুষকে নাজেহাল করেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গত ৫ আগস্ট রাত সাড়ে ৮ ঘটিকার সময় ঘটনা দেখিয়ে ওই মামলায় আমার ছয় বছরের শিশু সন্তানকে আসামি করেছে।
এ বিষয়ে আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ছয় বছর ও ১৩ বছরের শিশুর নাম থাকতে পারে স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি হয়তো শিশুর বড় ভাইয়ের নামের পরবর্তীতে তার নাম চলে এসেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা