সীতাকুণ্ডে শিক্ষককে ঘোড়ায় চড়িয়ে রাজকীয় বিদায়
- সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদাদাতা
- ১২ নভেম্বর ২০২৪, ০০:৪৪
বিদায় বেলায় শত শত শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সীতাকুণ্ডের শীতলপুর উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল হাসনাত মো: তাহের। অশ্রুসিক্ত নয়নে ফুল দিয়ে বরণ করে পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শিক্ষক আবুল হাসনাত মো: তাহের দীর্ঘ ৩৪ বছর এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। রোববার ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণিল বিদায় সংবর্ধনার আয়োজন করে। ফুলের মালা দিয়ে সাজানো হয় ঘোড়ার গাড়ি। সেই গাড়িতে করে সকালে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসে। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে আবার বিকেলে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন। বিদায়ী শিক্ষক আবুল হাসনাত মো: তাহের বলেন, এ বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষ করেছি। এ সময় আমি চেষ্টা করেছি আমার ছাত্রছাত্রীদেরকে নৈতিক জ্ঞানসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আজ আমার বিদায় বেলায় ছাত্রছাত্রীরা আমাকে যে রাজকীয় সম্মান দেখিয়েছে এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেনে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন দাসের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারী বিজয় স্মরণি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল। বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মো: জাহাঙ্গীর চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র মো: নাজিমুদৌলা, প্রাক্তন ছাত্র জহুরুল আলম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা