১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফুলবাড়ীতে লেপ-তোশকের কারিগরদের ব্যস্ততা বেড়েছে

লেপ-তোশকের দোকানে কাজ করছেন কারিগররা : নয়া দিগন্ত -


দেশের উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শীতের আগমনীবার্তা আসার সাথে সাথে ধুনানকারীদের তুলা ছাঁটাই ও লেপ তৈরির কাজে বেড়েছে কর্মচাঞ্চল্যতা। দিনরাত ব্যস্থ সময় পার করছেন লেপ-তোশক কারিগরেরা। শীত যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে লেপ-তোশকের কদর। সেই সঙ্গে বেড়েছে কারিগরদের কদর।
কেউ কেউ পুরনো লেপ ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছেন। আবার কেউ নতুন তুলা দিয়ে তৈরি করে নিচ্ছে লেপ, তোষক ও বালিশ। তবে বর্তমানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতোই বেড়েছে লেপ-তোশক তৈরির খরচ। তাই এ বছর শীতের গরম কাপড় তৈরিতে আগের চেয়েও বেশি খরচ পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, পৌর শহরের দোকানগুলোতে লেপ, তোশোক, হরেক রকমের তুলা নিয়ে ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বিক্রি শুরু করেছেন শীতের গরম কাপড়। গত কয়েক সপ্তাহ থেকেই এই উপজেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। তাই শীত মোকাবিলায় মানুষ আগে ভাগেই লেপ-তোশক তৈরি করা শুরু করেছেন।

লেপ তৈরি করতে আসা সামিউ ইসলাম জানান, প্রতি বছর প্রচণ্ড শীত হয়, তাই আগেভাগেই শীতের জন্য একটি লেপ বানিয়ে নিচ্ছি। গৃহিণী জোহরা বেগম জানান, কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হয়েছে। তাই মেয়ের জন্য লেপ-তোশক বানাতে এসেছেন তিনি।
কারিগর সুজন ও রাজু জানান, আমরা একটি তোশক লেপ তৈরি করতে ২০০ থেকে ৩০০ টাকা মজুরি নেই। সময় লাগে প্রায় ২ ঘণ্টা। সব কিছুর দাম বেশি তাই খুব একটা পোষানো যায়না।
পৌর শহরের তুলাপট্টির ব্যবসায়ী মুরাদ হোসেনসহ অন্য ব্যবসায়ীরা জানান, দিনি দন ক্রেতার সংখ্যা বাড়ছে। পুরো বছরের চেয়ে শীতের এ তিন মাস বেচাকেনা একটু বেশিই হয়। বাকি সময় কাজের চাপ কম থাকে। তাই ক্রেতাদের কথা ভেবে জিনিসপত্রের গুণগত মান বজায় রেখে বায়না করা কাজের পাশাপাশি রেডিমেড জিনিসও তৈরি করে বিক্রি করছেন তাঁরা।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, লেপ-তোশক বানাতে গার্মেন্টের ঝুট ও কার্পাস তুলা ব্যবহার করতে হয়। একটি সিঙ্গেল লেপ ৭০০ থেকে ৮০০ টাকা, সেমি-ডাবল লেপ ৯০০ থেকে হাজার টাকা এবং ডাবল লেপ তৈরিতে দেড় হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়। এর মধ্যে রয়েছে সুতা, কাপড়, তুলা ও মজুরি ব্যয়। তবে তোশক বানানোর ক্ষেত্রে দাম বেশি পড়ে। তুলার মান, পরিমাণ, নারিকেলের ছোবড়া ও কাপড়ের ওপর নির্ভর করে একেকটি তোশক তৈরির খরচ। সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে এ বছর লেপ-তোশকের নির্মাণ ব্যয় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।


আরো সংবাদ



premium cement
বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না : কাজী মফিজুর তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যা বললেন ট্রাম্প সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, আহত ৩ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

সকল