০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

রাঙ্গুনিয়ায় আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

রাঙ্গুনিয়ায় আমন ধান কাটছেন কৃষকরা : নয়া দিগন্ত -

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলতি মৌসুমে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। মহোৎসবে জমির পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগামী দু-এক সপ্তাহের মধ্যেই অধিকাংশ আমন ধান কাটা শেষ হবে। এর পর তারা ওই জমিতে শীতকালীন সবজি, ভুট্টা, আলু ও সরিষা চাষ করবেন।
স্থানীয় উপজেলা কৃষি অফিসের মাঠকর্মীদের সাথে পরামর্শ করে বিভিন্ন ইউনিয়নে আগাম জাতের আলু রোপণ শুরু হয়ে গেছে। সেই সাথে সরিষার চাষ করা হচ্ছে। উঁচু মানের জমিগুলোতে আলু ও কিছুটা নিচু জমিতে সরিষার চাষ করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি আমন মৌসুমে পনের হাজার ৩২০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল। তন্মধ্যে গুমাইবিলে তিন হাজার ৪৩৫ হেক্টর জমিতে এবার ব্রি ধান ৪৯, ৫১, ৫২, ৭৫, ১০৩ ও সাদা পাইজামসহ বিভিন্ন উন্নত জাতের আমন ধানের আবাদ হলেও অধিকাংশ আমন ধানই ব্রি-৫১ জাতের।
চন্দ্রঘোনা গুমাইবিল মধ্যম ব্লকের কৃষক মোহাম্মদ আইয়ুব বলেন, আশি শতক জমিতে আমন চাষ করেছি। এবার বিএলবি রোগে আক্রান্ত হওয়ায় তেমন ফলন হয়নি। দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাটের কৃষক মো: ইলিয়াছ বলেন, এক একর জমিতে আমন চাষ করেছি। এবার ধান চিটার পরিমাণ একটু বেশি।
উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ ধান পেকে গেছে। পদুয়া দশমাইল এলাকায় দেখা যায় কৃষাণ-কৃষাণীরা দল বেঁধে ধান কাটছেন। তাদের একজন জানান, প্রতি কানি (৪০ শতক) জমিতে ৭০-১০০ আঁড়ি ধান উৎপাদন হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা পঙ্কজ বলেন, এবারের আমন খেতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) পাতা ঝলসানো রোগে আক্রান্ত হওয়ায় কাক্সিক্ষত ফলন না হওয়ারই আশঙ্কা রয়েছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার

সকল