১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাউফলে জমি নিয়ে সংঘর্ষে আহত ৬

-

পটুয়াখালীর বাউফলে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের টেম্পুুস্ট্যান্ড লাগোয়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিষ (৩০), আশিক (২৮)। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় মধু মেম্বারের বড় ছেলে আশিষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, কালাইয়া টেম্পুস্ট্যান্ড এলাকার দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। শনিবার সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বড় ভাই মধু মেম্বারের লোকজন রনজিত দাসের পরিবারের লোকজনের ওপর হামলা করলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় উভয় পক্ষের ছয়জন। এরপর মধু মেম্বারের পক্ষে কিছু লোক দ্বিতীয় দফায় হামলার প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহত মধু মেম্বার জানান, বিএনপি করায় রনজিত দাসের লোকজন অযথাই তাকে ও তার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে জখম করেছে। তবে মধু মেম্বারের লোকজন প্রথমে হামলা করেছে এমন পাল্টা অভিযোগ করেছেন ছোট ভাই রনজিত দাস ও তার স্ত্রী আহত রাধা রানী দাস।
বাউফল থানার ওসি মো: কামাল হোসেন জানায়, লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আরো সংবাদ



premium cement
অশান্ত মনিপুরে কারফিউ বাকুতে বিশ্বনেতাদের কণ্ঠে প্রধান উপদেষ্টার প্রশংসা ১০ বিভাগে বড় সমাবেশ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি গাইবান্ধায় হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই ভূমিকা রাখতে হবে : তথ্য উপদেষ্টা ট্রাইব্যুনালে ৯ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে পা হারানো লিমনের অভিযোগ দায়ের ওলামাদের মধ্যে রূহানি ঐক্য প্রয়োজন বিশ্বে জলবায়ু সঙ্কট ও সঙ্ঘাতে ১২ কোটি শরণার্থী সতর্ক করল জাতিসঙ্ঘ ডিএনএ টেস্টে মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী প্রমাণিত

সকল