সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের সাটুরিয়ায় শিক্ষক সমিতির সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সভাপতি এবং দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আমিনুর রহমান বাবুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং বিশেষ অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
পরে সর্বসম্মতিক্রমে মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির উদ্দিন, সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আমিনুর রহমান বাবুলের নাম ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি আলোচনার মাধ্যমে দ্রুত ঘোষণা করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা