০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

সাটুরিয়ায় বর্জ্য কেড়ে নিচ্ছে গাজীখালী নদীর প্রাণ

গাজীখালী নদীতে ফেলা হচ্ছে সাটুরিয়া সদর বাজারের বর্জ্য : নয়া দিগন্ত -

এক সময়ের খরস্রোতা নদী যৌবন হারিয়ে আজ মৃত প্রায়। নদীর দুই পাড়ে নানা রকম বর্জ্য ফেলায় অস্তিত্ব সঙ্কটে মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদী। নদীতে প্রতিনিয়ত সদর বাজারের ময়লা-আবর্জনা ফেলায় এক দিকে যেমন ভরাট হচ্ছে নদী, অন্য দিকে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়িয়ে পড়ছে রোগজীবাণু।
উপজেলা সদরে কোনো ডাম্পিং স্টেশন না থাকায় নদীর বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। ফলে পুরে গাজীখালী নদীই পরিণত হয়েছে ভাগাড়ে। এ অবস্থায় উপজেলায় দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করে নদী ও পরিবেশ বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাটুরিয়া বাজারের ব্যবসায়ী রানা বলেন, নদীতে ফেলা বর্জ্যরে দুর্গন্ধে মাঝে মধ্যে দোকানে থাকতে সমস্যা হয়। জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর পর কেবল আশ^াস পেয়েছি। কিন্তু দৃশ্যমান কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। কলেজশিক্ষার্থী নূরনবী বলেন, প্রতিনিয়ত কলেজে যাওয়ার পথে গাজীখালী নদীতে ময়লার দুর্গন্ধে ভোগান্তির শিকার হই।
এ বিষয়ে সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান নয়া দিগন্তকে বলেন, গাজীখালী নদীতে প্রতিনিয়ত ময়লা-আর্বজনা ফেলা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নদীর পাশ দিয়ে নিত্য যাতায়াতকারী কলেজ শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীরা। বর্জ্য ফেলার জন্য উপজেলায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা অত্যন্ত জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন অর রশিদ জানান, খোলা জায়গায় ময়লা-আবর্জনার ফেলায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্য দিকে রয়েছে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি। ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জায়গা খোঁজা হচ্ছে বলে জেনেছেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু নয়া দিগন্তকে জানান, নির্ধারিত স্থান না থাকায় সদর বাজারের বেশ কিছু জায়গায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে গাজীখালী নদীতে। এতে পরিবেশ ও স্বাস্থ্য দুটোই হুমকির মুখে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সদর বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গার ময়লা-আবর্জনা বহন করে নির্দিষ্ট স্থানে আনার জন্য এরই মধ্যে গাড়ি বানানো হয়েছে। এ ছাড়া ডাম্পি স্টেশন করার জন্য নিরাপদ জায়গা খোঁজা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল