পূর্ণাঙ্গ চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:০৫
দীর্ঘদিন পর বেনাপোল পৌর বাস টার্মিনাল পূর্ণাঙ্গরূপে চালু হয়েছে। গত বৃহস্পতিবার টার্মিনাল পুরোমাত্রায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বেনাপোলবাসীদের মনে।
স্থলবন্দর হিসেবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭-৮ হাজার যাত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করে থাকেন। ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্টে চলে যেত। এই যাত্রীবাহী বাসগুলো চেকপোস্টের রাস্তার দুই ধারে তিন-চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠাতো নামাতো। এ কারণে যানজটের কবলে পড়তে হতো এলাকাবাসীর। যানজট নিরসনের লক্ষ্যে সরকার ১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বাসগুলো সেটিকে ব্যবহার করত না।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান জানান, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও শার্শা উপজেলার অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বাধ্যতামূলকভাবে এই পৌর বাস টার্মিনালটি ব্যবহার করতে হবে। এই টার্মিনাল অতিক্রম করে কোনো বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃনগরের তিনটি বাস ছাড়া)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা