০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

-


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতারা বলেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় হামলা মামলা ও নির্যাতন করা হয়েছে। সারা দেশে প্রায় দুই লাখ মামলার আসামি হয়েছেন তারা। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এখন সময় এসেছে দেশকে পুনর্গঠন করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে পূরণ দেশকে এগিয়ে নিতে। এ জন্য নেতাকর্মীরা সারাক্ষণ মাঠে থাকবেন।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে জনতার ঢল নেমেছিল। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মাধবপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো: হযরত আলীর বাসার সামনে থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শহরের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৬ বছর পর জেলা বিএনপির প্রকাশ্যে এবং কোনোরকম পুলিশি বাধা ছাড়া এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক হযরত আলী।
সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, ফজলুর রহমান তারা, কামরুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নকলা উপজেলা বিএনপি নেতা ফাহিম চৌধুরী, নালিতাবাড়ি উপজেলা বিএনপি নেতা ভিপি আনোয়ার, মহিলা নেত্রী অ্যাডভোকেট আশরাফুন নাহার রুবি, লিপি বেগম, নুরজাহান বেগম, জেলা যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি মো: শওকত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল ইসলাম আনন্দ প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে রথ্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল রথ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল, আনিছুর রহমান তালুকদার, আব্দুস ছামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাতী দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন প্রমুখ।

লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সকালে উপজেলা অডিটরিয়ামে ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন সেনাবাহিনীর অত্যন্ত জনপ্রিয় নেতা। উপজেলা বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহরাত হাফিজ।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সকালে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভাটি জনসভায় পরিণত হয়। হাতিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আমিরুল মৌমিন বাবলুসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতারা।

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গতকাল সকালে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় একটি র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, সালাউদ্দিন ফারুক জসীম উদ্দিন ফরাজী প্রমুখ।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, পৌরসভার শ্রমিক দলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পৌর শ্রমিক দলের র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে ধামরাই পৌরসভা শ্রমিক দলের সভাপতি দুলাল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম মধু, শেফারত খান, সোহেল হোসেন প্রমুখ।

সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, বিকেলে সাভার বাসস্ট্যান্ডে থানা বিএনপি, আশুলিয়া থানা বিএনপি ও সাভার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈন হোসেন বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। প্রধান আলোচক ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিন।
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, গতকাল সকালে সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে মিছিল ও পথসভা কর্মসূচি পালন করেছেন। বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁয়ার নেতৃত্বে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঁয়া, সাবেক পৌর ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, খুরশিদ আলম, পৌর যুবদল নেতা সিরাজুল ইসলাম বিএ প্রমুখ।

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগতিতে বৃহস্পতিবার বিকেলে র‌্যালি শেষে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন। উপজেলা বিএনপির সদস্যসচিব সিরাজ উদ্দিন ও পৌর বিএনপির সদস্যসচিব মুর্তুজা আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর আক্তার হোসেন বাচ্চু, সাইদুল বারী মির্জা, অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, আবদুল আলীম হুমায়ুন।
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা জানান, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে মাধবদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা: মো: জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার মিজানুর রহমান, সাবেক থানা ছাত্রদলের সভাপতি কাজী ওয়াসীম, সাবেক ছাত্রদল নেতা আল আমিন প্রমুখ।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রিজার্ভ পুকুরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনির হোসেন আকন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, নজরুল ইসলাম ত্বহা, মলাদ জোমাদ্দার প্রমুখ।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লক্ষ্মীপাশা পৌর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতাজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।


আরো সংবাদ



premium cement