ট্যাংকার ভ্যানে গোয়ালা হুমায়ুনের স্বপ্ন জয়
- কামরুজ্জামান চরফ্যাশন(ভোলা)
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:০৫
চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে নিজের খামারের পাশাপাশি আশপাশের বিভিন্ন গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে বাসা-বাড়ি এবং মিষ্টির দোকানে বিক্রি করে স্বপ্ন জয় করেছেন যুবক হুমায়ুন। ক্রেতারা তাকে চেনেন গোয়ালা হুমায়ুন নামে। স্ত্রী, দুই বছর বয়সের মেয়ে এবং মা-বাবাকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে বসবাস করেন তিনি।
এক বছর আগেও হুমায়ুন অন্যের অধীনে চাকরি করতেন, এখন তিনি সফল উদ্যোক্তা। সংসারে হুমায়ুন বড় ছেলে। অভাবের সংসারে খুব পড়ালেখা সম্ভব হয়নি। সংসার চালাতে গিয়ে কিছু ধার-দেনায় পড়ে তার বাবা গ্রাম ছেড়ে চট্টগ্রাম চলে যেতে বাধ্য হন।
এ অবস্থায় হুমায়ুন সংসার চালাতে গ্রামে কাজের সন্ধান করে না পেয়ে চট্টগ্রামে বাবার কাছে গিয়ে দীর্ঘ ৫ বছর একটি টিন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি নিজের সঞ্চিত কিছু টাকা নিয়ে গ্রামে এসে ছোট একটি গরুর খামার শুরু করেন। প্রথমে তিনি সাইকেল দিয়ে দুধ বিক্রি করলেও দুধের প্রচুর চাহিদা থাকায় সাইকেলে সব স্থানে সময় মতো দুধ পৌঁছাতে না পারায় নষ্ট হয়ে যেতো। তাই তিনি তার এক বন্ধুর কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নিয়ে একটি পুুরনো মোটরবাইক ক্রয় করে সময় মতো পৌঁছালেও দৈনিক ১১০ কেজি দুধ মোটরবাইকে পরিবহন করা বেশ কষ্টসাধ্য হয়।
এরই মধ্যে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আরএমটিপি-এর নিরাপদ গোশত ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন-আরএমটিপি প্রকল্প থেকে ১৪০ লিটার দুধ ধারণক্ষমতাসম্পন্ন একটি ফুডগ্রেড ট্যাংকার ক্রয় করেন। যা দিয়ে সময়মতো দৈনিক প্রায় সাড়ে তিন মণ দুধ বিক্রি করে খরচ বাদে মাসে প্রায় ৩৫ হাজার টাকা আয় হয়।
গোয়ালা হুমায়ুন বলেন, প্রচুর পরিমাণ দুধের সহজ পরিবহন ও মান রক্ষায় ফুড গ্রেড ট্যাংকার ভ্যান ব্যবহার করছি বিধায় আমাকে ব্যবসার পরিধি বাড়াতে হচ্ছে, এতে আমার প্রতিষ্ঠানে কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা