০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরগঞ্জে থাই জুয়া ও ভিসা চক্রের দৌরাত্ম্য

-

নীলফামারীর কিশোরগঞ্জে দিন দিন বেড়েই চলছে থাই গেম জুয়া ও ভিসা চক্রের দৌরাত্ম্য। এই চক্রের প্রতারকরা প্রবাসীদের ঠকানোর টাকায় মোটাতাজা হয়ে উঠছে। ফেসবুকে ভিডিও বুস্ট করে ইমো নম্বর দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। প্রশাসনের চোখ ফাঁকি দিতে কেউ কেউ গা ঢাকা দিয়েছে।
গত বৃহস্পতিবার বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি গ্রাম থেকে শামসুজ্জামান (২৭), মোরসালিন ইসলাম (১৮), রাকিব শাহ্ ও হাসু ইসলামসহ চারজনকে প্রতারণা করার সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এর আগে নিতাই ছলিমের বাজারে ভিসা প্রতারণার ঘটনায় ডিবি পুলিশ রবিউল ইসলামকে গ্রেফতার করলে চক্রের সদস্যরা একজোট হয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১১৮ জনের নামে মামলা করে ডিবি পুলিশ।
অনুসন্ধানে জানা যায়, প্রতারকচক্র মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশের ইমো নম্বর কিনে মোবাইলে সেটআপ দেয়। ফেসবুকের ভিডিওতে কোটি টাকার থাই গেমের বিজয়ী নম্বর ও ইউরোপ কান্ট্রির ভিসা দেয়ার প্রলোভন দেখায়। প্রবাসীরা ইমুতে যুক্ত হলে প্রতারকরা কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি নিতাই ছলিমের বাজারের শরীফ, ছালাম, তাছমুন, কুসুম, ফারুক, চাঁদখানা নগরবন গ্রামের নিশাত, কাকনসহ কিছু প্রতারক চাঁদখানা, বাহাগিলী, পুটিমারী, কিশোরগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রতারণার জাল বিস্তৃত করেছে। বিশেষ করে নিতাই ও বাহাগিলীতে এদের দৌরাত্ম্য বেড়েছে বেশি।
নাম প্রকাশ না করার শর্তে প্রতারক চক্রের সদস্যরা জানান, প্রবাসীরা ভিডিও দেখে থাই গেমের গোপন নম্বর ও আকামার জন্য ইমুতে যুক্ত হন। থাই সরকারের লটারি কার্যালয়ে ও ভিসার ক্ষেত্রে ইউরোপে চাকরির কথা জানানো হয়। টাকার বিনিময়ে থাইগেমে রেম্বল, ডাউন নম্বর অথবা ভিসার ক্ষেত্রে আবেদন ফরম নেন। বড় স্যার, ভ্যাটের খরচ, ডলার কনভার্ট, ভিসার ক্ষেত্রে বিমান ভাড়াসহ বিভিন্ন ক্ষেত্র দেখিয়ে একাধিকবার টাকা নেয়া হয়।
প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগী জানান, তাদের ফেসবুক ভিডিওতে কোটি টাকার থাই গেমের উইন নম্বর ও ইউরোপের ভিসা দেয়ার প্রলোভন দেখানো হয়। পরে সেই ইমুতে যুক্ত হলে প্রতারকরা কৌশলে তাদের টাকার হাতিয়ে নেয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি (প্রশাসন) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে থানায় একাধিক মামলা রয়েছে। মোবাইলের ডিভাইসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পেয়ে চার্জশিট কোর্টে পাঠাব। এ ছাড়াও গত বৃহস্পতিবার চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement