ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:০৩
ঢাকার ধামরাই থানাধীন বৈন্যা-কুশুরায় স্থাপিত পুলিশ ক্যাম্পের কার্যক্রম গত ৫ আগস্টের পর স্থবির হয়ে গিয়েছে। পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা। শুধু তা-ই নয়, ক্যাম্পের উঠোনে শুকানো হচ্ছে লাকড়ি।
জানা গেছে, উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের আপন বড় ভাই সাবেক রাষ্ট্রদূতের বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার পর ওই এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছিল পুলিশ ক্যাম্প।
এ ক্যাম্পে একজন এসআই দুইজন এএসআই ও ১০ জন কনস্টেবল নিয়োগ দেয়া হয়। পুলিশ ক্যাম্পাট গত বছরের ১০ জুন জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বর্তমানে পুলিশ ক্যাম্পটি কেন বন্ধ রয়েছে এমন প্রশ্নের জাবাবে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাই ভালো বলতে পারবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা