বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ ক্লাবের যাত্রা শুরু
- বাকৃবি প্রতিনিধি
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:০১
শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধনে হাতে-কলমে গবেষণা শিক্ষা, অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জন, উদ্ভাবন এবং পেশাদারিত্ব বিকাশের লক্ষ্যে ‘এ রোড টু ইনোভেশন’ স্লোগানে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ ক্লাবের।
গত বৃহস্পতিবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে বাকৃবি রিসার্চ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: তাজ উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম, বাকৃবি রিসার্চ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: আক্তারুজ্জামান খান এবং সদস্যসচিব সহকারী অধ্যাপক ড. এ কে এম. আবদুল্লাহ আল-আমিন। এ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা