০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

চারা রোপণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে দুই শতাধিক তাল গাছ ও ৬০টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে। গত বুধবার নড়াইল পৌর এলাকার চিত্রা নদীর তীরে হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কে এসব গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, তাল গাছ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী হলেও এ গাছের সংখ্যা প্রতিনিয়ত কমে যাচ্ছে।

আলোচনা সভা
রাজশাহী ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেছেন, ‘৭ নভেম্বর হলো একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু এ দেশের মানুষদেরকে প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে বঞ্চিত করেছে স্বাধীনতা পরবর্তী শাসকেরা।’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্স।

হেলিকপ্টার নিয়ে বিয়ে
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে এলেন বর বাবুল রায়হান। গত বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে হেলিকপ্টারটি ঢাকা থেকে বরযাত্রী নিয়ে কনের বাড়ির পাশে উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ খবর জানাজানি হলে এলাকার উৎসুক জনতা বর ও হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য ছুটে আসেন। বর রায়হান বাবুল একজন ব্যবসায়ী। তিনি মাগুরা সদর উপজেলার গাংগলিয়া চন্দন প্রতাপ গ্রামের পাঞ্জাব আলী মোল্লার ছেলে।

সেবাকুঞ্জ বুথ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিব হোসেনের উদ্যোগে দালাল ও হয়রানিমুক্ত পরিবেশে উপজেলা ভূমি অফিসে একদিনের মধ্যে নামজারি সম্পন্ন করার লক্ষ্যে সেবাকুঞ্জ বুথ চালু করা হয়েছে। গত বৃৃহস্পতিবার এ সেবা বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। প্রথম দিনেই সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০ জন সেবা গ্রহীতাকে নামজারি করে দেয়া হয়েছে।

নারীদের প্রশিক্ষণ
চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় দরিদ্র নারীদের হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চৌগাছা উপজেলার আয়োজনে তিন দিনের এ প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান করা হয়। এটি দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তাপ্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প। ইউএনও সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) আবু সায়েদ মো: মনজুর আলম।

নেট ব্যাগ বিতরণ
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিবেশবান্ধব নেট ব্যাগ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা সদর বাজারের দোকানগুলোতে নেট ব্যাগ বিতরণ এবং পলিথিনবিরোধী সচেতনতামূলক অংশ নেন ইউএনও সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ প্রমুখ।

শিক্ষার্থীদের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দাবি-দাওয়া না মানা, ক্লাস ছাড়াই পরীক্ষা নেয়া, তড়িঘড়ি রুটিন প্রকাশ করাসহ কর্তৃপক্ষের বিভিন্ন একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন এবং মানববন্ধন করেছে। গত বৃহস্পতিবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউবি’ ব্যানারে আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী মোদাচ্ছির সরকার, তাহসান কবির আরিফ, খালিদ মিনহাজ তানিন প্রমুখ বক্তব্য দেন।

বিদায় সংবর্ধনা
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে মাধ্যমিক শিক্ষক পরিবার এ বিদায় সংবর্ধনার আয়োজন করে। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আবদুস সালাম, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement