দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতারা বলেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় হামলা মামলা ও নির্যাতন করা হয়েছে। সারা দেশে প্রায় দুই লাখ মামলার আসামি হয়েছেন তারা। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এখন সময় এসেছে দেশকে পুনর্গঠন করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে পূরণ দেশকে এগিয়ে নিতে। এ জন্য নেতাকর্মীরা সারাক্ষণ মাঠে থাকবেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল সকালে রথ্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার শিল্পকলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েক শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান (ডাবলু), যুবদলের সদস্যসচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল সকালে রাঙ্গুনিয়ার পোমরা জিয়া নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে মিছিল সহকারে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্ব উপজেলা বিএনপির সদস্যসচিব আবু আহমেদ হাসনাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আজম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, ইলিয়াছ সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহাবুব ছাপা, সদস্যসচিব আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মুজিবুল আলম মুজিব, ওসমান গনি প্রমুখ।
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে হাসপাতাল রোড থেকে শান্তি রথ্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় একত্রিত হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএপির সিনিয়র সহসভাপতি আবুু নাছির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি জানে আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম (ভিপি দুলাল) প্রমুখ।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এক সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং সব সহযোগী সংগঠনের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, সকালে উপজেলা বিএনপি অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে একটি র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, জেলা কমিটির সদস্য ফিরোজ কাজী প্রমুখ।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার সোনাতলায় জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে আলোচনা সভা গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা আমির অধ্যাপক ফজলুল করিম, উপজেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।
ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে সংবাদদাতা জানান, বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির শত শত ছেলেদের গুম, হত্যাসহ কোথায় যে হাওয়া করেছে কেউ তা বলতে পারে না। এখনো তাদের কোনো খোঁজ পায়নি তাদের পরিবার। আওয়ামী লীগ সরকার প্রতিবার জালিয়াতি করে ক্ষমতায় এসেছে। অবশেষে ২০২৪ সালে নির্বাচনে প্রতিপক্ষ না পেয়ে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে লোক দেখানো নির্বাচন করেছে। গতকাল বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধরমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টু, ধরমপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি শরিয়ত উল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা