বাগাতিপাড়ার ৫ ভূমি অফিস দালালমুক্ত করার নির্দেশ
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়ার পাঁচটি ইউনিয়ন ভূমি অফিসকে দালালমুক্ত করতে নির্দেশ দিয়েছেন ইউএনও অনামিকা নজরুল। এ ছাড়া জনবল সঙ্কট কাটাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দু’জন কর্মচারীকে ডেপুটেশনে দেয়া হয়েছে।
গত বুধবার নয়া দিগন্তে ‘বাগাতিপাড়ার ৫ ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলার সব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (নায়েব) ইউএনও কার্যালয়ে ডেকে ভূমি অফিস দালালমুক্ত করার নির্দেশ দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, গত বুধবার উপজেলার সব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (নায়েব) তার কার্যালয়ে ডেকে দালালমুক্ত করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা