০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
কোম্পানীগঞ্জে বিএনপি নেতা হত্যা

দুই মাসেও ধরা পড়েনি মামলার আসামিরা

-

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গত মঙ্গলবার নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে এ কর্মসূচিতে বক্তব্য দেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, নিহতের ছেলে যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, তোতা চেয়ারম্যানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার ৬৫ দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী পরিবারে হতাশা বিরাজ করছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এই হত্যাকান্ডের এক মাস পরে আমি এই থানায় যোগদান করি। আসামিরা কেউ এলাকায় নেই। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement