নজরুল স্মৃতি পদক পেলেন মুলাদীর মাহাবুবুর রহমান
- মুলাদী (বরিশাল) সংবাদদাতা
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
বরিশালের মুলাদী উপজেলা তেরচর গ্রামের বিশিষ্ট ব্যাংকার মো: মাহবুবুর রহমান ভূঁইয়াকে ‘নজরুল চর্চা ফাউন্ডেশন’ নজরুল চর্চায় ব্যাপক ভূমিকা রাখায় নজরুল স্মৃতি পদক ২০২৪ প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকা উত্তরা ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক হিসেবে তাকে এই পদক দেয়া হয়।
সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মুহাম্মদ সাদেক।
মাহাবুবুর রহমান ১৯৬২ সালের ১ জুলাই মুলাদী উপজেলার তেরচর গ্রামের ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোফাচ্ছের উদ্দিন ভূঁইয়া মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা মরহুম ফয়জুন্নেছা বেগম ছিলেন আদর্শ গৃহিনী । তিনি এমবিএ শেষ করে ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে চাকরিতে যোগ দেন।
তিনি ব্যাংকের শাখা ম্যানেজার, ম্যানেজার অপারেশন, বিনিয়োগ ইনচার্জ, কম্পিউটার ইনচার্জ, অডিট টিম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে ২০২২ সালে অবসর গ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা