০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ববি সংলগ্ন মহাসড়কে এক সপ্তাহে ৬ দুর্ঘটনা, নিহত ৩

নিহত ইউনুস বিশ্বাস, সিফাত ও মাইশা ফৌজিয়া মিম (বাম থেকে) : নয়া দিগন্ত -

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এক সপ্তাহে ছয়টি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত হয়েছেন তিন ব্যক্তি। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ছয়জন। তাই চরম ঝুঁকিতে থাকা ববি শিক্ষার্থী ও স্থানীয়রা অবিলম্বে মহাসড়কে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। মহাসড়কে নিরাপত্তা জোরদারে সব দফতর মিলে কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন ববির প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল।
তথ্য মতে, গত ৩০ অক্টোবর রাতে ববিসংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জ ট্রাভেলসের চাপায় ববির পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণসহ নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীরা টানা তিনদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় চরম দুর্ভোগে পড়তে হয়েছিল জনসাধারণের।
গত শনিবার মহাসড়কের একই স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফাত (১৩) ও সিহাব (১৪) আহত হন। গুরুতর আহত সিফাত গত রোববার রাতে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস অন্তরা পরিবহণ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্কুল শিক্ষক ইউনুস বিশ্বাস নিহত হন।

এ ছাড়াও গত রোববার রাতে একই মহাসড়কের অগ্রযাত্রা স্কুলের সামনে ভোলা-বরিশাল আন্তঃজেলা মহাসড়কে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। ওই স্থানে সড়ক ও জনপথ অধিদফতরের স্থাপন করা স্পিডব্রেকারে একই দিন পরপর তিনটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় একজন রিকশা চালক, একজন মোটরসাইকেল চালক ও তার স্ত্রী এবং মোটরসাইকেল চালক বাবা-ছেলে আহত হয়েছেন।
ববি শিক্ষার্থী সুজয় শুভ বলেন, সারাদেশে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এ মহাসড়কের অব্যবস্থাপনার চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই মহাসড়কে সাইকেল-থ্রিহুইলারসহ সব ধরণের যান একই লেন দিয়ে অতিরিক্ত গতিতে চলছে। গতি নিয়ন্ত্রণ, ফিটনেস বিহীন যানবাহন, অদক্ষ চালক-হেলপার ও অসচেতন পথচারীসহ রাষ্ট্রিয়ভাবে কোনো ব্যবস্থা না নেয়ায় দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। তাই সড়কে মৃত্যুর মিছিল থামাতে অবিলম্বে দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
ববির প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, আমাদের অনুরোধে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ মহাসড়কে স্পিডব্রেকার স্থাপন করেছে। ববিসংলগ্ন ভোলা রোডে ফুটওভার ব্রিজ নির্মাণ, মহাসড়কের দুইপাশে রেলিং ও এক লেনকে দুই লেনে রূপান্তর করতে মহাসড়কে অস্থায়ীভাবে ড্রাম বসানো হয়েছে। ববির সামনের মহাসড়কে নিয়মিত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। মহাসড়কে সর্বনিম্ন গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটারের পরিবর্তে ৩০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল