শিশুকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল অটোরিকশা, ২ কলেজছাত্র নিহত
- শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে সিএনজিচালিত অটোরিকশার। এতে আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জগামী অটোরিকশাটি ভানুগাছের বটতলা এলাকায় পৌঁছলে এক শিশুকে বাঁচাতে সিএনজিচালিত অটোরিকশাটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)।
দুর্ঘটনার পর স্থানীদের সহায়তায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি ইফতেখার হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা