ধনবাড়ীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
- ধনবাড়ী (টাঙ্গাইল)সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
টাঙ্গাইলের ধনবাড়ীতে মঙ্গলবার রাতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের এ শিলাবৃষ্টির ফলে রোপা আমন ধান ও সবজিসহ বিভিন্ন ধরনের শীতকালীন ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস বলছে, শিলাবৃষ্টিতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তূপ জমে সাদা হয়ে যায়। ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে মাটির সাথে নুইয়ে পড়েছে আমন ধানসহ বিভিন্ন ফসল ও সবজি। শিলাবৃষ্টিতে উঠতি ফসলের এমন ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে।
বীরতারার বাজিতপুর এলাকার কৃষক হাবিবুর রহমান জানান, তিনি তিন বিঘা জমিতে ধান আবাদ করেছেন। মঙ্গলবার রাতের শিলাবৃষ্টিতে তিন বিঘা জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। একই এলাকার কৃষক নূরুল ইসলাম বাবু বলেন, এমন শিলাবৃষ্টি আগে কখনো দেখিনি। এতে আমার দুই জমির ধান পানিতে নুইয়ে পড়েছে। বুধবার সকালে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত দেখতে উপজেলা কৃষি অফিসের একটি টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ জানান, উপজেলার কিছু এলাকার ধান গাছ নুয়ে পড়েছে। প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি অফিস থেকে কৃষকদের খোঁজ খবর নেয়া হচ্ছে। শিলাবৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতির হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের যেন সব ধরনের সহযোগিতা দেন, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা