সাভারে গুঁড়িয়ে দেয়া হলো ৮টি সিসা কারখানা
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
সাভারে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির আটটি কারখানা গত মঙ্গলবার ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় মেসার্স হোম ব্রিকস নামে একটি ইট ভাটায়ও অভিযান চালানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজারের উত্তর কাউন্দিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা র্(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আবু বকর সরকার।
অভিযানের সময় সিসা কারখানা ও ইট ভাটা থেকে চারজনকে আটক এবং মেসার্স হোম ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং তিনটি সিসা কারখানাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটার ম্যানেজার জাকির হোসেন (৫০), অফিস সহকারী মোক্তারকে (৫৫) ছয় মাসের কারাদণ্ড এবং সিসা কারখানা থেকে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা