নোবিপ্রবিতে বাংলা দর্পণের ৬ষ্ঠ আসর
- নোবিপ্রবি প্রতিনিধি
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘বাংলা দর্পন : সিজন- ৬’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নোবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন চলে।
প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. রেজুয়ানুল হক, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক হানিফ মুরাদ, শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার এবং ক্লাবের উপদেষ্টা ইফতেখার পারভেজ। প্রদর্শনীর বিচারকের দায়িত্ব পালন করেন আলোকচিত্রী কুদরত-এ-খুদা। ভিসি প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং ছবিগুলোর শিল্পমানের ভূয়সি প্রশংসা করে বলেন, আমরা ক্যাম্পাসে যখন প্রবেশ করি তখন মনে হয় এক বন্দী জায়গায় চলে এসেছি। আজকের আয়োজন খোলা আকাশের নিচে হওয়ায় সেটা আর মনে হচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা