০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

গোপালগঞ্জে রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

-

গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ওই গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।
নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।
নিলুফা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান জানান, কে বা কারা হত্যার সাথে জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে।


আরো সংবাদ



premium cement